

টরন্টোর বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইন্সটিটিউটে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো আয়োজিত মহান মুক্তিযুদ্ধের ‘বিজয় উৎসব’ হাজারও বাংলাদেশিদের উপস্থিতিতে ছিল লোকারণ্য ও উৎসবমুখর। বৃদ্ধ, তরুণ, শিশু-কিশোরদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়াং স্টার দিব্বাহ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন খন্দকার আব্দুস সোয়াদ ও ফজলে রাব্বি।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর সন্তানদের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও শিশু-কিশোরদের কেন্দ্র করে আরও শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।

ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে ঢাকার ঐতিহাসিক রেসকার্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেদিন ঢাকায় ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের ঐতিহাসিক ধারাবিবরণী পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশেহান বিজয় দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে রাজধানী ইসলামাবাদে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তুর্কিনামা গ্রন্থের মোড়ক উন্মোচন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দোহার প্লাজা ইন হোটেলের বলিউড হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়। প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে এই ম্যাচের আয়োজন করে বিএসওএম।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল, খাদ্য ও হালাল পণ্য, শিশু পণ্য, চামড়া ও ফুটওয়্যার, প্লাস্টিক খেলনা, রিয়েল এস্টেট, জুট ও হ্যান্ডিক্রাফটসহ বাংলাদেশি শিল্পের বিভিন্ন শাখা থেকে ৩০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সভাপতি আসাদুল্লাহ জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টির মতো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর সন্তানদের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও শিশু-কিশোরদের কেন্দ্র করে আরও শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।
৬ দিন আগে